ফুটবল শুধু দৌড়াদৌড়ি আর স্কিল প্রদর্শনের খেলা না বুদ্ধিরও খেলা। পরিস্থিতি বুঝে ভালো অভিনয়ও করতে পারাটাও একটা স্কিল।ফাহিমকে ফাউল করার পর রিপ্লে দেখার পূর্ব পর্যন্ত মনেই হয়নি গুরুতর ফাউল করেছে অথচ ফাহিম যদি আর দু চারটা গড়াগড়ি দিত মনে হয় রেফারিও ভুল সিদ্ধান্তটা দেয়ার আগে আরও কয়েকবার ভাবত (অভিনয়টা ফুটবলের একটা অংশ বলা চলে পরিস্থিতি বিবেচনায় আর্টও বলতে পারেন, ফুটবল খেলা বুঝেন ও দেখেন এমন যে কেউ এটাতে দ্বিমত করবেন না নিশ্চয়) আর তার সতীর্থরাও আরো জোরালো আবেদন করতে পারত।Well played Bangladesh, bad luck ( শেষ মিনিটের বলটা গোলবারে না লেগে জালে জড়ালে ফলাফলটা সাপোর্টারদের এতটা পোড়াতো না )


Md Hasibul Ialam
删除评论
您确定要删除此评论吗?