নিজেই বিপদ ডেকে আনছেন নাতো?
''দাদা বাড়িতে *কালাচ* ঢুকেছে'' এটাইতো চান আপনারা,,,, হ্যা ঠিকই দেখছেন। বাড়িতে বিষধর সাপ প্রায়ই ঢুকবে, ইঁদুরের মতো ক্ষতিকারক প্রাণী সহ অন্যান্য বিষাক্ত/বিষধর প্রাণীদের উৎপাত আরো বাড়বে এটাই বাস্তব রূপ পাবে যদি এখনো সচেতন না হন। বাড়ির আশপাশে ঐ দাড়াশ সাপটা বা ঐ গোসাপটা দেখে এতোটাই উত্তেজিত হয়ে পড়ছেন যে এরা যেন কত মারত্বক, আপনার মারাত্মক ক্ষতি করে ফেলবে তাই এটাকে এখন‌ই কাউকে দিয়ে ধরে নেওয়াতে হবে বা তা না হলে মেরেই ফেলতে হবে। এতেই মনে করছেন বিপদ থেকে রক্ষা। না একদমই না। মারাত্মক ভুল করছেন। কারন ঐ দাঁড়াস সাপটাকে বা ঐ গোসাপ টাকে বার বার দেখতে পান বলেই বিষধর সাপ চোখে প্রায় পড়ে না বললেই চলে। আপনি তো শিক্ষিত, আপনি জানেন যে পরিবেশে প্রতিটি প্রাণী একে অপরকে শিকার করেই বেঁচে থাকে। যে কোনো বড় শরীরের মাংসাশী প্রাণী তার তুলনায় ছোট শরীরের অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রাণীকে শিকার করার মাধ্যমে পরিবেশে সমস্ত প্রাণীর ভারসাম্য রক্ষা করে চলেছে। এই তাদের কাজটা মানুষের পক্ষে অসম্ভব। মানুষের এতো ক্ষমতা নেই। *দাড়াস সাপ, গোসাপ, সোনা ব্যাঙ, বিভিন্ন পাখি , বনবিড়াল, শিয়াল, গন্ধগোকুল(ভাম), বেজি, বাঘরোল* ইত্যাদি আমারা প্রায়শই আমাদের বাড়ির আশপাশে দেখতে পাই আর এরাই হলো আপনার পরিবারের প্রকৃত দারোয়ান। এরা আছে বলেই আপনি এখনো সুরক্ষিত বোধ করেন। এরা প্রতিনিয়ত আমাদের বিপদ গুলোকে দূরে সরিয়ে রাখছে নিজেদের জীবনযাত্রার মধ্যে দিয়ে। তাই এদের দেখে আতঙ্কিত হ‌ওয়ার কিছুই নেই।এরা প্রত্যেকেই যথেষ্ট নিরিহ এবং খুবই ভীতু প্রাণী। মানুষকে এরা যথেষ্ট ভয় পায়। তাই আপনার ভয়ের কিছু নেই। কেউ এদের মারতে চাইলে বাধা দিন। শুধু এদের এদের জায়গায় সুস্থ ভাবে একটু বাঁচাতে দিন তাতে আপনিও ভালো থাকবেন।
,,,,
বন্যপ্রাণী বাচাঁন , পরিবেশ রক্ষা করুন
✍️ অসামান্য এই নিবন্ধটি লিখেছেন : আরিয়ান হোসেন ।
All photos used in the post belong to the respective photographers, and are used for awareness purpose only.

image

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

1 h ·Dịch

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.