10 sa ·Isalin

সত্যিকারের ভালোবাসার ভাষা সার্বজনীন, বোঝার দরকার হয় না।সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাত ধরে চলা নয়; কঠিন সময়েও হাত না ছেড়ে থাকার প্রতিশ্রুতি।সত্যিকারের ভালোবাসা হলো এমন এক আশ্রয়, যেখানে নিজেকে নির্ভয়ে প্রকাশ করা যায়, কারণ সেখানে বিচার নেই, কেবল গ্রহণযোগ্যতা আছে।সত্যিকারের ভালোবাসা মানে অপরের খুশিতে খুশি থাকা, এমনকি যদি নিজের ত্যাগ স্বীকার করতেও হয়।সত্যিকারের ভালোবাসা এক অদৃশ্য শক্তি, যা অনুভূতির মাধ্যমে স্পর্শ করে।ভালোবাসা কখনও হারিয়ে যায় না, সে দূরে থাকুক, অথবা নীরবে থাকুক। যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে,সে প্রতিদিন প্রার্থনা করে তার প্রিয়জনের সুখের জন্য, নিজের থেকে দূরে থাকলেও।সত্যিকারের ভালোবাসা শব্দে নয়, অনুভবে প্রকাশ পায়। সেটা কখনও চোখের জল হয়ে গড়িয়ে পড়ে, আবার কখনও নিঃশব্দে পাশে থাকার নামও হয়।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।