“ঘড়িটা থেমে গেছে”
তিথি প্রতিদিন ঘুম থেকে উঠে দেয়ালে ঝুলন্ত ঘড়িটার দিকে তাকায়।
সপ্তাহখানেক হলো ঘড়িটা থেমে আছে — ঠিক ৩:১৫-তে। ব্যাটারি পাল্টালেও কাজ হচ্ছে না।
একদিন হঠাৎ জানালার বাইরে এক লোক দাঁড়িয়ে বলল,
“ঘড়িটা ছাড়তে বলেছি তো… ৩:১৫-তে আমি এসেছিলাম!”
তিথি ঘুরে তাকাতে যাবে, ততক্ষণে লোকটা উধাও।
ভয়ে নয়—জিজ্ঞাসা জাগে তার মনে।
কে ছিল? আর কেন ৩:১৫-তেই বারবার সবকিছু থেমে যায়?
সে বুঝে উঠতে পারে না—
কিন্তু পরদিন ঘড়িটা আবার চলতে শুরু করে… নিজে থেকেই।
ঠিক ৩:১৬ থেকে।
---