10 w ·Translate

🔴আসল কাহিনী ধরতে পারছেন❓

মানে ইউনূস গর্ভনর ,দুদক,আইনজীবী নিয়ে যুক্তরাজ্যে গেলো পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী লজ্জায় দেখায় করেনি!

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও তার লেবার পার্টি এমনিতেই বিভিন্ন দূর্নীতির অভিযোগে কোনঠাসা। তার উপর কিছুদিন আগে স্টারমারের লেবার পার্টিরই এমপি টিউলিপ সিদ্দিকীকে পদত্যাগ করতে হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগের ভিত্তিতে। ড. ইউনূস যে তার জন্য অস্বস্তিকর তা বলাই বাহুল্য। কিন্তু স্টারমার যে পাচারকৃত অর্থ ফেরত দিতে আন্তরিক না।

কিছুদিন আগে টিউলিপের দুর্নীতি নিয়ে যখন দেশ-বিদেশ সরব তখন টিউলিপের পাশে থাকার ঘোষণা দেয় এই স্টোমার !

মানে ব্রিটিশ ইতিহাসে তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি দুর্নীতিকে সাপোর্ট করেছেন ! টিউলিপের প্রতি তার একটু দুর্বলতা আছে।

তাছাড়া ডক্টর ইউনুস স্টেমারের সাথে দেখা হলে ইংল্যান্ডে পাচারকৃত টাকা ফেরত চাইবে সে দিক থেকেও তিনি একটু চাপে !

কারণ টাকা পাচারকারী তারই কাছের মানুষ টিউলিপ ও পরিবারসহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী !

বাংলাদেশের মিডিয়া এটা প্রচার করার হেডম নাই।
অবশ্য, যেই বলদ মিডিয়া সরকারের গেজেটের বাংলা লেখা পড়ে ভুল নিউজ করে, তাদের থেকে কিইবা আশা করব।

সফট আওয়ামী লীগারদের এসব শেয়ার করা দেখে মায়া হয়, এত চামচামি করেও গণতন্ত্রের মানসকন্যা আপা আপনাদেরকে কিছু দেয়নি, ভবিষ্যতেও দিবে না। কারণ তার ভবিষ্যত ৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে।

image

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

3 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

3 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

3 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

3 hrs ·Translate

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।