🔴আসল কাহিনী ধরতে পারছেন❓
মানে ইউনূস গর্ভনর ,দুদক,আইনজীবী নিয়ে যুক্তরাজ্যে গেলো পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী লজ্জায় দেখায় করেনি!
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও তার লেবার পার্টি এমনিতেই বিভিন্ন দূর্নীতির অভিযোগে কোনঠাসা। তার উপর কিছুদিন আগে স্টারমারের লেবার পার্টিরই এমপি টিউলিপ সিদ্দিকীকে পদত্যাগ করতে হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগের ভিত্তিতে। ড. ইউনূস যে তার জন্য অস্বস্তিকর তা বলাই বাহুল্য। কিন্তু স্টারমার যে পাচারকৃত অর্থ ফেরত দিতে আন্তরিক না।
কিছুদিন আগে টিউলিপের দুর্নীতি নিয়ে যখন দেশ-বিদেশ সরব তখন টিউলিপের পাশে থাকার ঘোষণা দেয় এই স্টোমার !
মানে ব্রিটিশ ইতিহাসে তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি দুর্নীতিকে সাপোর্ট করেছেন ! টিউলিপের প্রতি তার একটু দুর্বলতা আছে।
তাছাড়া ডক্টর ইউনুস স্টেমারের সাথে দেখা হলে ইংল্যান্ডে পাচারকৃত টাকা ফেরত চাইবে সে দিক থেকেও তিনি একটু চাপে !
কারণ টাকা পাচারকারী তারই কাছের মানুষ টিউলিপ ও পরিবারসহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী !
বাংলাদেশের মিডিয়া এটা প্রচার করার হেডম নাই।
অবশ্য, যেই বলদ মিডিয়া সরকারের গেজেটের বাংলা লেখা পড়ে ভুল নিউজ করে, তাদের থেকে কিইবা আশা করব।
সফট আওয়ামী লীগারদের এসব শেয়ার করা দেখে মায়া হয়, এত চামচামি করেও গণতন্ত্রের মানসকন্যা আপা আপনাদেরকে কিছু দেয়নি, ভবিষ্যতেও দিবে না। কারণ তার ভবিষ্যত ৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে।
