এফ এস নাঈমকে 'তাণ্ডব' ছবিতে সোয়াট টিমের সদস্যের চরিত্রে দেখা গেছে। নাঈমের ফিটনেস আর স্মার্টনেসের কারণে এ চরিত্রে তাকে বেশ ভালো মানিয়েছে। নাঈমের অভিনয়ও কমার্শিয়াল ছবির ভাষা অনুযায়ী ঠিকঠাক ছিল। সোয়াটের গেটাপ ও কস্টিউমে নাঈমকে দেখতে স্মার্ট লেগেছে।
কমার্শিয়াল ছবিতে নাঈম চাইলে এ ধরনের আরো চরিত্রে কাজ করতে পারে। ভালো পারফর্ম করতে পারবে।
