ছবিটা ২০১৩ সালের। তখন আমাদের বাসায় পারভিন নামের একটি মেয়ে গৃহকর্মীর কাজ করতো। স্বামী পরিত্যক্তা এই মেয়েটির কন্যা সন্তান এই ছবির মেয়েটি। নাম ফারহানা। গ্রামের বাড়িতে নানীর কাছে থেকে কেজিতে পড়তো তখন। সেই বছরেই ফারহানা মার কাছে বেড়াতে এসেছিলো। আমি ওকে বিজয় শিশু শিক্ষার একটা ছড়া শুনিয়েছিলাম। এরপর আমার ল্যাপটপ ফারহানার দখলে চলে গেলো এবং তিনি বিজয়িনীর হাসি হাসলেন। ধন্যবাদ বিজয় শিশু শিক্ষাকে অসংখ্য ফারহানার মুখে হাসি ফোটানোর জন্য।

Md Joynal abedin
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟