ভাবা যায় এটা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ড্রেসিং রুম!! নাইন্টিজের কথা মনে পড়ে যখন বাংলাদেশ টিম ঘানার সঙ্গে বুক চিতিয়ে খেলতো!! আবাহনী মোহামেডানের খেলা হলে রাস্তাঘাট খালি হয়ে যেত!! ক্রিকেটের তখন নাম গন্ধও ছিল না!!
অযত্নে অবহেলায় পড়ে থাকা ফুটবল আজ নতুন করে সেসব দিনের কথা মনে করাচ্ছে!!
সিঙ্গাপুরের সাথে আজকের ম্যাচে জয়ের মাধ্যমে বাংলাদেশ ফুটবলের সোনালী দিন আবার শুরু হোক। ❤️🇧🇩🤲

Md Joynal abedin
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?