বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ের কাবরেরা কতটুকু সফল–তা নিয়ে তর্কবিতর্ক হতে পারে। যেমন দল নির্বাচন ও খেলার ধরন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ কোচ। তিন বছর কাটিয়ে ফেললেও কাবরেরা লাল সবুজের দলের শিরোপাভাগ্য বদলাতে পারেননি। আগামীকাল (মঙ্গলবার) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি তার জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে;। এশিয়া কাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
#bdfootballnews #news #sports #football

Md Hasibul Ialam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟