ভেজা চুলের গল্প
বৃষ্টি হচ্ছিল, রিমি বাসার ছাদে দাঁড়িয়ে ভিজছিল। কাফি সেই দৃশ্য দেখে উপরে উঠে যায়। রিমির ভেজা চুলের গন্ধে কাফির মন ভেসে যায়। সে রিমির কাঁধে হাত রাখে, রিমি ধীরে ধীরে পেছনে ঘুরে তার চোখে তাকায়। “ভিজে গেছি, এবার কি শরীর গরম করবে না?” রিমির কথায় কাফির বুক ধড়ফড় করে ওঠে। দুজন একসাথে ছাদে জড়িয়ে দাঁড়ায়। সেই রাতে ভেজা শরীর আর মনের তাপ এক হয়ে প্রেমের নতুন ইতিহাস লিখে যায়।