ছাদে চাঁদের আলোয়
রাত্রি আর কাফি ছাদে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ বাতাসে রাত্রির চুল এলোমেলো হয়ে যায়, কাফি তা সরিয়ে দেয়। সে বলে, “তুমি আমার চেয়ে চাঁদকে বেশি দেখো কেন?” রাত্রি বলে, “তুমি যদি কাছে আসো, চাঁদকে ভুলে যাব।” কাফি তখন তার কাঁধে চুমু দেয়, রাত্রি আর ঠেকাতে পারে না। ছাদে চাঁদের আলোয় গলে যায় শরীরের সকল বাধা।