ল্যাবে লুকানো প্রেম
কাফি আর ঐশী একই সায়েন্স ল্যাবে প্রজেক্ট করছিল। হঠাৎ ঐশী বলে, “তোমার চোখে এমন কিছু আছে, যেটা আমাকে টানছে।” কাফি ধীরে ধীরে তার কাছে আসে, গ্লাভস পরা হাত দিয়ে ঐশীর গাল ছোঁয়। এক মুহূর্ত পর তারা একে অপরকে চুমু খায়, ল্যাবের টেবিলের পাশে দাঁড়িয়ে তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়, যেন প্রজেক্টের ভেতর তাদের স্পর্শও ছিল পরীক্ষা।