রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাতে নিয়ে আনাস রা.কে বললেন, আনাস! এগুলাে নিয়ে উম্মে সুলাইমের কাছে যাও। অতঃপর তিনি দাড়ালেন এবং বললেন, হে মানুষ! দুপরের খাবার খেতে এসাে! আবু তালহা তাে পুরাে বিষয়টাই জানতেন যে, এখানে মাত্র দু’তিনটা রুটি এবং কয়েকটা খেজুর আছে, এত মানুষ এতটুকু খাবার কীভাবে খাবে? তাই আবু তালহা রা. দ্রুত উম্মে সুলাইমের নিকট গেলেন এবং তাঁকে বললেন, হে উম্মে সুলাইম! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাে আনাসার ও মুহাজির সকলকে নিয়েই আসছেন!! উম্মে সুলাইম রা. ছিলেন মুমিন নারী, তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভাল জানেন কী হবে?। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন, অতঃপর তাঁকে অনুমতি দেওয়া হল। তিনি এসে রুটি ও খেজুরের টুকরাগুলাে নিলেন এবং সেগুলােকে একসাথে করলেন। উম্মে সুলাইম রা. তখন এক কৌটা ঘি নিয়ে আসলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলােও একসাথে ঢাললেন এবং তার মুবারক হাত দিয়ে সবগুলাে একসাথে মাখলেন, অতঃপর তাঁর মধ্যে দোয়া পড়ে ফু দিলেন, তিনি দোয়া পড়লেন : ‘হে আল্লাহ! আপনি এতে আমাদের জন্যে বরকত দান করেন।