১. জান্নাত হলো ফলভোগের জায়গা এবং সেখানে মানুষ যা চাবে তাই পাবে, যা ইচ্ছা করবে সেটাই হবে। এ-প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তোমাদের জন্য বেহেশতে তাই হবে, যা তোমাদের মন পেতে ইচ্ছা করবে এবং সেখানে তাই লাভ করতে পারবে যা তোমরা পেতে চাইবে’- সুরা হামিম আস সাজদাহ ৩১। একজন কাফের দুনিয়ায় জান্নাতের সুখ অর্থাৎ বল্গাহীন জীবনযাপন করে। তাকে একদিন এ দুনিয়া ত্যাগ করে যেতে হবে এবং কারো কাছে জবাবদিহি করতে হবে- এ উপলব্ধি তার নেই। সে নিজেকে মুক্ত ও স্বাধীন সত্ত্বার অধিকারী মনে করে। তাই সে কোনো নিয়ম-শৃঙ্খলার ধার ধারে না বা হালাল-হারামের বাছ-বিচার করে না।