শিক্ষা : রসুলুল্লাহ সা. চমৎকারভাবে মোমিন ও কাফেরের জীবনের তুলনা করেছেন। মোমিনের চলাফেরা ও জীবনযাপনে স্বেচ্ছাচারিতার লেশমাত্র নেই। কারণ সে মৃত্যুর পর আখেরাতের জীবনকে বিশ্বাস করে। সে জানে, আল্লাহর বিধান মতো চলতে পারলেই আখেরাতের চিরস্থায়ী জান্নাতে তার ঠিকানা হবে। ফলে সে নিজেকে স্বাধীন মনে না করে আল্লাহর একজন অনুগত বান্দা হয়ে চলার চেষ্টা করে। পক্ষান্তরে কাফের আখেরাতকে বিশ্বাস করে না এবং তার কাছে হালাল-হারাম ও ন্যায়-অন্যায়ের কোনো উপলব্ধি নেই। সে হয় স্বেচ্ছাচার, মন যা চায় তাই করে। তার থেকে দুনিয়াবাসীও কোনো কল্যাণ পায় না। বরং জুলুম-নির্যাতনেরই শিকার। আল্লাহপাক আমাদেরকে তাঁর অনুগত বান্দা হয়ে চলার তৌফিক দান করুন।