সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ০৩ বার।
ইয়া আরহামার রাহিমীন ০৩ বার।
ইয়া জালজালালি ওয়াল ইকরাম ০৩ বার।
ইয়া হাইয়ূ ইয়া কাইয়ূম বিরাহমাতিকা আস্তাগিছু ০৩ বার।
লা ইলাহা ইল্লা আনতা সোবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমিন ০৩ বার।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ূল কাইয়ূম ০৩ বার।
লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা ০৩ বার।
ইয়া ওয়াহহাবু, ইয়া মুজীবু, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া রাহীম, ইয়া রাজ্জাকু, ইয়া আহাদু, ইয়া সামাদু, ইয়া আউয়ালাল আউয়ালীন, ইয়া আখিরাল আখেরীন, ইয়া রাহীমাল মাসাকীন, ইয়া যুলকুয়াতিল মাতীনু
০১ বার।
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ ০৩ বার।,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ০৩ বার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ০১ বার।
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।
🌿আস্তে আস্তে পড়তে থাকেন 🌿
১.সুবাহানআল্লাহ
২.আলহামদুলিল্লাহ
৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.আল্লাহু আকবর
৫.আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৮. আল্লাহুমাগফিরলি
৯. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১০. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১১.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৩. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৪.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৫. ইয়া হালালাল মুশকিলাত
১৬.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৭.ইয়া আরহামার রাহিমীন
১৮.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
১৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৩. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ১১ বার।
ইয়া আল্লাহ এই আমলগুলো পাঠ করার উচিলায় আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদের মনের আশা পূরণ করে দেন।
আমিন.