তিন তালাক দেয়ার পর পুনরায় বিয়ে করে নিলেই সংসার করা যাবে, এটা ভুল ধারণা। তিন তালাকের পরে পুনরায় বিয়ে করলেও সংসার করা যাবে না। অনেক গ্রাম্য সালিশে এমন কাজ করা হয়ে থাকে। এতে করে তারা দুজন সারাজীবন হা"রাম কাজে লিপ্ত থাকে।
(১) : সুরা বাকারা, (২) : ২৩০; সহীহ বুখারী, ২/৭১৯; সুনানে দারাকুতনী, ৪/১৩; রদ্দুল মুহতার, ৩/২৪৪
お気に入り
コメント
シェア