কবিতা
শিরোনাম - ক্ষমা নাইকো তোর
কলমে - Azizur Rahman
তারিখ -১৪/৬/২৫
জেনে রাখিস আমার নিকট
ক্ষমা নাইকো তোর,
উঠবে না তোর জীবনে
সোনালী আর ভোর।
আমার ক্ষতি করে গেলি
এলি নাকো ফিরে,
বুঝবি বেঈমান বুঝবি তুই
জীবনে ধিরে ধিরে।
যতো বড় ক্ষতি আমার
তোর কারণে হলো,
জীবন আমার ঢেকে দিল
মাছ ধরার পলো।
আমার মনে আগুন জ্বেলে
সুখের আশা করলি,
সেই সুখে বালি তোর
নিজের ভুলে মরলি।
এমন একদিন আসবে তোর
আমার জন্য কাঁদবি,
নিজের হাত নিজেই তুই
রশি দিয়ে বাঁধবি।
হাতের বাঁধন খুঁলতে হলে
আমার দরকার হবে,
তখন হযতো নাও পাবি
থাকতে আমি ভবে।