সবকিছু হারিয়ে গেল
অন্ধকারে একা,
কোথায় চাঁদ কোথায় তারা
জায়না কিছু দেখা।
নদীর জল গাছের ফল
শুষ্ক হলো আজ,
আঁধার মাঝে হারিয়ে গেল
সকল আলোর সাজ।
চারিদিকে শুকনো খুলির
শুধুই হা হুতাশ
আধার রাতে কঙ্কালেরা
ফেলছে দীর্ঘ শ্বাস।
লক্ষ্য শকুন তেরে আসে
খুবলে খুবলে খাবে,
প্রেত পিশাচের বসবে মেলা
আমার মরা শবে।
আনন্দ ধামে এখন
রক্ত নদীর ধারা,
সেই নদীতে যাবে ভেসে
এই কপাল পোড়া।