মৃত্যুই ধ্রুব সত্য
কোন সন্দেহ নাই।
আমরা কেন তবুও
মৃত্যুকে ভুলে যাই।
মৃত্যুকে এড়িয়ে যেতে
কেহই পারে নাই।
অযথাই মৃত্যু থেকে
আমরা বাঁচতে চাই।
মৃত্যুকে তাই সর্বদায়
স্মরণ রাখতে হবে।
তবেই মোদের জীবনটা
বিপথে না যাবে।
স্মরণ থাকে যার মনে
এই মৃত্যুর কথা।
তার আচরণে কখনো কেউ
পাবে না কোন ব্যথা।
মৃত্যুর কথা স্মরণ করে
সর্বদাই মোরা চলি।
সুস্বাস্থ্য আর নিরাপদে রেখো
মহান আল্লাহকে বলি।
হাত তুলে করি মোনাজাত
মহান আল্লাহর তরে।
আল্লাহ তোমার নেয়ামত থেকে
রেখোনা মোদের দূরে।