আপন বিবেক কে প্রশ্ন করো বন্ধু-
জীবনের চলার পথে-কতনা চরাই উৎরাই পেরিয়ে-পৌঁছাতে হবে কবরের ক্ষণ নিদ্রায়-
তব কেন এত অহংকার-হৃদয়ে ধারণ করি প্রিয় বন্ধু-সময় ফুরিয়ে যায়নি এখনো,
আপন আত্ব অহংকার বিযর্জন দিয়ে প্রিয়জনদের ভালোবাসার বলয়ে সাজাই নিজেকে।
জীবনের গোধূলি বেলা-ওরাই শেষ গোসল দিয়ে-রেখে আসবে মাটির ক্ষণ নিদ্রায়-
হিসাব নিকাশ ভরা প্রশ্ন গুলোর কি জবাব দেব বন্ধু তাঁত ভেব পেলাম না ক্ষণ অবসরে।
এবার বিদায় দাও বন্ধু-হলো ত অনেক ভালোবাসা বাসি ক্ষণ ধরণীর বৃস্তন্য প্রান্তরে॥
শেষ বিচারের দিন আসামির মতো সভাই দাঁড়াব-সত্য ন্যয়ের পথে যদি থাকতে পারি,
তব মনে রেখো ক্ষণ জীবনের আনন্দ ঘন উদ্দাম উদ্দীপনায় হারিয়ে না ফেলি অনন্তকে।
তব কান্নার নোনা জলে ভাসব অনন্ত কাল-পরিক্ষায় হেরে চিরতরে বিলীন হব-
আজ সময় এসেছে বন্ধু জেগে উঠ এখনই-শয়তানী আত্মার খায়েশ দাও বিষর্জন,
ক্ষণ ভুবনের ক্ষণ আত্মাকে করে তোল সপ্ত আকাশের মত বিশাল ও দিগন্ত বিস্তৃত।
তবেই অনন্ত জীবনে হয়তবা হাসব দুজনে থাকব পাশাপাশি সুদীপ্ত মায়ার বাঁধনে॥