9 w ·Vertalen

দেশে তোমার থাকতে বন্ধু
বিদেশ কেন যাও ?
বিদেশীদের কেন বেহুদা দেশে এনে
দেশের ঝামেলা বাড়াও?

দেশের লোকের সাথে লেগেছে দ্বন্দ্ব
মিটবে একদিন আগে কিংবা পরে,
তাই বলে তুমি কেন
দেশের আভ্যন্তরীণ ও গোপন ব্যাপার
দেশের বাইরে দাও ছেড়ে ?

সবাই মিলে দেশটা গড়ি,
মিল ফ্যাক্টরি ও জমিতে কাজ করি।
বিদেশীদের ধাক্কা খেয়ে
হুশ হয় না কেন ?
স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ে
বাড়িয়েছো তোমার জ্ঞান।

বিদেশীদের সাথে হতে পারে
ব্যবসায়িক চুক্তি,
তাতে কিছুটা আসতে পারে
দেশের অর্থনৈতিক মুক্তি।

আমের ছালা ছাইড়া দিয়ে
দেশ বিক্রি করিও না ভাই,
স্বাধীনতা হারাইছে যারা
তাদের চেয়ে দুঃখী আর নাই।

সবার সাথে মিলেমিশে চলো,
সমস্যা থাকলে খুলে বল,
যেখানে আছে সমস্যা
সমাধান কি সেখানে নাই?

নিজে একটু ছাড় দিলে
অপর থেকে কিছু ছাড় পাই।
দেশের বেকার বিদেশে পাঠাইতেছো,
দেশটারে কি একবারে ভুলে গেছো?

সব শিল্প কারখানা দেশেই গড়ো,
মিলেমিশে সবাই দেশের কাজ করো।
ধনী দেশগুলো কিভাবে
তিলেরে তাল বানায়
সেটা জানার দরকার নাই,
আসো সময়মতো কাজ করি
দেশের আয় বৃদ্ধি করে
সবাই মিলেমিশে খাই।

দেশ নাই কিছু নাই জেনে রেখো ভাই,
আসো সবাই সমস্বরে হাতে হাত রেখে
জাতীয় সংগীত গাই।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 uur ·Vertalen

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 uur ·Vertalen

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 uur ·Vertalen

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।