ছড়াঃ মা আমার ঘুমিয়ে আছে
মা যে আমার ঘুমিয়ে আছে,
বাগানপাশের ছোট্ট ঘরে,
চোখের জলে ভিজে যায় মুখ,
কারো মুখে কথা জড়ে।
চুপটি বসে থাকি পাশে,
ডাকি শুধু ধীরে ধীরে—
"মা গো তুমি কোথায় গেলে?
একা ফেলে কেন আমারে?"
সাথিরা সব খেলতে যায়,
দৌড়ায় মাঠে, হেসে খেলে,
আমার পা চলে না মা,
তোমার কবর দিকেই চলে।
মাটির গন্ধে মায়ের হাসি,
জড়িয়ে থাকে বুকের মাঝে,
গরুর গাড়ি গেলে ধীরে,
মনে হয় মা উঠবে আজে!
জানি না মা ফিরবে কবে,
হয়তো আজই আসবে ধীরে,
বলবে হেসে— “বাবু আমার,
ভয় কী তোর? আমি তো ঘরে!”
গ্রামের মানুষ তাকিয়ে থাকে,
চোখের কোণে নামে জল,
মায়ের কবর, শিশুর মায়া—
চুপ করে যায় সারা দল।
---
Md Hasibul Ialam
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?