আজকে আমি হারিয়ে যাব
নতুন কোন দেশে
আজকে আমি হারিয়ে যাব
নতুন কোন বেশে।
হারিয়ে যাব খোলা হাওয়ায়
হারিয়ে যাব আনমনে
হারিয়ে যাব যেথায় খুশি
এমন আশা এই মনে।
সকল বাঁধন টুটব আমি
হারিয়ে যাবার উল্লাসে
মুক্ত আমি স্বাধীন আমি
এই ভেবে আজ মন হাসে।
চেনা জানা নাইত কেউ
জীবন নদে নতুন ঢেউ
দুকুল বেয়ে আছড়ে পড়ে
আমার শান্ত হৃদয় ব্যাকুল করে।
নতুন নতুন নতুন সব
হৃদয় জুড়ে কলরব
হারিয়ে গিয়ে সুখ যে বড়
অচিন গাঁ এ আমিই সব।
হারিয়ে গিয়ে এসব পাব
থাকব শেষে বেশ
হৃদয় আমার কেঁদে বলে
হারিয়ে যাবার বয়স আমার শেষ।
Mehedi hassan Parves
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?