9 i ·Översätt

সূচনা পর্ব
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে।
লাইন দুটি ডায়রির পাতায় লিখতে লিখতে নীলা ভাবতে লাগলো সেই পুরনো দিনের কথা, কত ভালোবাসা, রাগ, অভিমান, ভালোলাগা সব কিছু মিলিয়ে যেন নীলার জীবনে আর কোনো চাওয়া বাকি ছিল না।
কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় এলো মেলো হয়ে গেলো তার সাজানো সেই সুন্দর জীবন ।
নার্স: মেম বাবুই কাদছে বুধয় খিদে পেয়েছে।
নার্সের ডাক শুনে নীলার ভাবনার ঘোর কাটল অনুভব করলো মনের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি।
চোখের পানি মুছে চলে গেল নিজের ছেলের কাছে, দেখলো ছেলেটা কাদঁছে। ছেলেকে দুধ দিলো।
নীলার মা পাশেই ছিল,
নীলার মা: আর কত কাদবি, যে মানুষটা তোকেই মূল্য দিলো তার কথা ভেবে, যার তর প্রতি কোনো বিশ্বাস নেই।
নীলা: কই মা , আমি তো কারোর কথা ভাবিনি।
নীলার মা: তর মা আমি, মা হয়ে অন্তত এই টুকু বুঝতে পারব, মেয়ের মন কখন কেমন থাকে।
নীলা: মা বাদ দাও না এইসব ।
নীলার মা: বাদ তো আমরা দিয়েইছি, শুধু জানি না তুই আদেও কোনো দিন বাদ দিতে পারবি কিনা।
নীলা: দিয়েছি তো মা অনেক আগেই ।
নীলার মা: আর কত মিথ্যা বলবি
নীলা: আচ্ছা মা ওকে নাও তো আমার খুব ক্ষুধা পেয়েছে আমি গেলাম।
নীলা কথাটা বলেই বাবুই কে মায়ের কাছে দিয়ে ছুটে সেখান থেকে বেড়িয়ে এলো।
নীলার মা নীলার পানে চেয়ে নিজের মনে ভাবতে লাগলেন মেয়েটা কবে একটু শান্তি পাবে।
লন্ডন শহর,,
স্যার আমাদের এখানকার কাজ শেষ আর মোটামুটি সকল প্রস্তুতিও শেষ।
তবে আর দেরি কিসের রিক বিডি তে ব্যাক করার ব্যবস্থা করো
রিক উত্তর পেয়ে সেখান থেকে চলে গেলো।
ওয়াইন এর গ্লাস এ চুমুক দিতে দিতে কথা গুলো বলছিল লন্ডনের মাফিয়া লিডার আরাভ আবরার ।
লন্ডনে অনেক কম সময়ে বেশি নাম আর টাকা কামানো ব্যক্তিদের কথা উঠলে তার নাম থাকবে সেরা পাচে।
কিন্তু তবুও কেও জানে না কি তার পৃতিপরিচয়, কোথা থেকে এসে সে এই লন্ডনে মাফিয়া লিডার হয়ে উঠলো।
তবে এখন আর কেও এইসব ভাবে না।
প্রথম প্রথম ভাবতো যখন সে একের পর এক ধামাকা চালিয়ে যেতো নতুন নতুন।
সেই সবই ভাবছিল আরাভ সে কিভাবে রাতারাতি হয়ে উঠলো মাফিয়া লিডার।

হেই সব কি এক পর্বেই শেষ করবো নাকি ?
নীলার জীবনের রহস্য আর আরাভ আবরার এর হুট করে মাফিয়া লিডার হওয়ার কাহিনী জানতে হলে পড়তে হবে গল্পের পরবর্তী পর্ব গুলো।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।