10 میں ·ترجمہ کریں۔

সূচনা পর্ব
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে।
লাইন দুটি ডায়রির পাতায় লিখতে লিখতে নীলা ভাবতে লাগলো সেই পুরনো দিনের কথা, কত ভালোবাসা, রাগ, অভিমান, ভালোলাগা সব কিছু মিলিয়ে যেন নীলার জীবনে আর কোনো চাওয়া বাকি ছিল না।
কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় এলো মেলো হয়ে গেলো তার সাজানো সেই সুন্দর জীবন ।
নার্স: মেম বাবুই কাদছে বুধয় খিদে পেয়েছে।
নার্সের ডাক শুনে নীলার ভাবনার ঘোর কাটল অনুভব করলো মনের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি।
চোখের পানি মুছে চলে গেল নিজের ছেলের কাছে, দেখলো ছেলেটা কাদঁছে। ছেলেকে দুধ দিলো।
নীলার মা পাশেই ছিল,
নীলার মা: আর কত কাদবি, যে মানুষটা তোকেই মূল্য দিলো তার কথা ভেবে, যার তর প্রতি কোনো বিশ্বাস নেই।
নীলা: কই মা , আমি তো কারোর কথা ভাবিনি।
নীলার মা: তর মা আমি, মা হয়ে অন্তত এই টুকু বুঝতে পারব, মেয়ের মন কখন কেমন থাকে।
নীলা: মা বাদ দাও না এইসব ।
নীলার মা: বাদ তো আমরা দিয়েইছি, শুধু জানি না তুই আদেও কোনো দিন বাদ দিতে পারবি কিনা।
নীলা: দিয়েছি তো মা অনেক আগেই ।
নীলার মা: আর কত মিথ্যা বলবি
নীলা: আচ্ছা মা ওকে নাও তো আমার খুব ক্ষুধা পেয়েছে আমি গেলাম।
নীলা কথাটা বলেই বাবুই কে মায়ের কাছে দিয়ে ছুটে সেখান থেকে বেড়িয়ে এলো।
নীলার মা নীলার পানে চেয়ে নিজের মনে ভাবতে লাগলেন মেয়েটা কবে একটু শান্তি পাবে।
লন্ডন শহর,,
স্যার আমাদের এখানকার কাজ শেষ আর মোটামুটি সকল প্রস্তুতিও শেষ।
তবে আর দেরি কিসের রিক বিডি তে ব্যাক করার ব্যবস্থা করো
রিক উত্তর পেয়ে সেখান থেকে চলে গেলো।
ওয়াইন এর গ্লাস এ চুমুক দিতে দিতে কথা গুলো বলছিল লন্ডনের মাফিয়া লিডার আরাভ আবরার ।
লন্ডনে অনেক কম সময়ে বেশি নাম আর টাকা কামানো ব্যক্তিদের কথা উঠলে তার নাম থাকবে সেরা পাচে।
কিন্তু তবুও কেও জানে না কি তার পৃতিপরিচয়, কোথা থেকে এসে সে এই লন্ডনে মাফিয়া লিডার হয়ে উঠলো।
তবে এখন আর কেও এইসব ভাবে না।
প্রথম প্রথম ভাবতো যখন সে একের পর এক ধামাকা চালিয়ে যেতো নতুন নতুন।
সেই সবই ভাবছিল আরাভ সে কিভাবে রাতারাতি হয়ে উঠলো মাফিয়া লিডার।

হেই সব কি এক পর্বেই শেষ করবো নাকি ?
নীলার জীবনের রহস্য আর আরাভ আবরার এর হুট করে মাফিয়া লিডার হওয়ার কাহিনী জানতে হলে পড়তে হবে গল্পের পরবর্তী পর্ব গুলো।

25 m ·ترجمہ کریں۔

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
26 m ·ترجمہ کریں۔

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
27 m ·ترجمہ کریں۔

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
27 m ·ترجمہ کریں۔

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·ترجمہ کریں۔

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image