কেউ একজন বলেছিলো
আপনাকে আমার ভীষণ ভালো লাগে
থেকে যাবেন তো
সারাজীবন আমারি পাশে ।
সে ও কথা রাখেনি
সময়ের নিয়মে হারিয়ে গেছে
আমাকে ছেড়ে অনেক দূরে ।
কেউ একজন বলেছিলো
আপনি ছাড়া আমি বড্ড অসহায় ।
আপনাকে ছাড়া কিছু ভালো লাগে না
আপনি রাগ করলে আমার ভীষণ কষ্ট হয়।
সেই অসহায় মানুষ আজ হারায় কি করে
তার মায়ায় আমাকে ফেলে।
তার কি একটু ও কষ্ট হয় না
তার কি কখনো মন খারাপ হয় না।
কেউ একজন বলেছিলো
রাখবে তার পাশে
সারাটি জনম তার বুকের মাঝে পুষে।
আজ সারাটি জনম
সে মৃত্যু অব্দি ভাবিয়ে দিলো
আসলো না ফিরে আমার পাশে ।
Mehedi hassan Parves
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?