কাছের মানুষ
কাছের মানুষ দূরে গেলে
ভিতর ফেটে যায়,
কাছের মানুষ কাছে থাকলে
শান্তি পাওয়া যায়।
পর মানুষে কষ্ট দিলে
কলিজায় তেমন লাগে না,
মনের মানুষ আঘাত দিলে
সহজে ভুলা যায় না।
কেউ চায় না প্রাণের মানুষ
থাকুক দূরে দূরে,
সারাজীবন মনের কাছের মানুষ
থাকুক হৃদয় জুড়ে।
মন মানুষের আদর সোহাগ
খুশি রাখে মন,
তাইতো সবাই আপন মানুষকে
পাশে চায় সারাজীবন।
দূরে গেলে কষ্ট বাড়ে
আরো বাড়ে মায়া,
মনের সকল কষ্ট ভুলায়
আপন মানুষের ছায়া।
অকারণে প্রিয়জনকে ছেড়ে
দূরে সরে যেয়ো না,
ইচ্ছে করে বন্ধু কারো
কষ্টের কারণ হয়ো না।