"দয়ার নয়, প্রাপ্যের দাবি"
অধিকার চায় নারী, দয়া নয় তার চাওয়া!
চায় না করুণা, চায় সমতা, প্রাপ্য পাওয়া।
আইনের পাতায় লেখা, তার স্বপ্নের "স্বাধীনতা" অক্ষর!
বাস্তবতা বয়ে আনে তবু ব্যথার গোপন প্রহর।
সমাজে আজও সে বঞ্চিত, বাধার রেখায় বাঁধা!
নিন্দার শিকল পায়ে, মর্যাদায় ধরা সাধা।
বিচার যদি পথ হারায়, ন্যায়ে নামে ধোঁয়াশা!
অধিকারেও পড়ে তখন অবহেলার ছায়া।
সমাজ বদল চাই যদি, শুধু মুখে নয় রীতিতে —
নারীর মর্যাদা ফিরুক তবে কর্মের হৃদয়-নীতিতে।
যখন নীতির আয়নাত, বদল হবে স্পষ্ট !
তখনই শোনা যাবে মুক্তির গান যথার্থ।
তাই চাই না আর প্রতিশ্রুতি, চাই বাস্তবের দিশা,
সংসার, সমাজ, আইনে—থাক তার প্রাপ্য গরিমাশা।
সেই দিন আসবে নিশ্চয়, কাঁপবে অন্যায়ের মাটি,
অধিকার, মর্যাদা, নিরাপত্তা—হবে তার চূড়ান্ত বিজয়ের ঘাঁটি।