বাবার পর সে পরিবারের
ভারটি কাঁধে লয়,
সবারে সুখে রাখতে গিয়ে
কষ্ট কিছু সয়।
আমার চোখে এই মানুষটি
আদর্শের এক নাম,
বাবার পরেই ভাইকে আমি
দেখা'ই চরম দাম।
সবার মুখে হাসি ফোটাতে
খোঁজেন নানা পথ,
ক্লান্ত হয়েও সবার তরে
হন স্নেহের রথ।
এ জীবনে ভাইয়ের অবদান
বলে শেষ করা দায়,
বুড়ো বয়সেও ভাইয়ের পাশে
শান্তি যেন পায় #saddam_hossain_shaikh #সাদ্দামের_কবিতা #সাদ্দামের_ছড়া #শিশুতোষছড়া #ছোটগল্প #ছবি #ছড়া #মোটিভেশনাল #বাস্তবতা #বাস্তব #অনুপ্রেরণা #কবি #কবিতার #কবির #foryouシ #foryoupageシ #follower #follow #topfans #trend #fb #fypシ #fbpost #কবিতার #পদ্য