কবিতা :- দুখিনী মেয়ে
আল্লাহর রহমত, করুণা যাঁর,
দুঃখী মেয়ের দিন কাটে।
পথের ধারে সে বসে,
ক্ষুধার জ্বালায় প্রাণ কাঁদে।
মা-বাবা নেই, আত্মীয়ও নেই,
অভাব তার নিত্য সঙ্গী।
আল্লাহর কাছে দু'হাত তুলে,
চায় সে রহম ও শান্তি।
ছেঁড়া জামা, খোলা চুল,
শীতের রাতে কাঁপে সে।
একটু খাবার, একটু উষ্ণতা,
পেলে সে হাসবে।
হে আল্লাহ, তুমি দেখো তাকে,
দাও তারে একটু আশা।
দুখিনী এ মেয়ের চোখে,
ফিরিয়ে দাও আলোর দিশ
#শিশুতোষছড়া #ছোটগল্প #ছবি #ছড়া #মোটিভেশনাল #বাস্তবতা #বাস্তব #অনুপ্রেরণা #কবি #কবিতার #কবির #foryouシ #foryoupageシ #follower #follow #topfans #trend #fb #fypシ #fbpost #কবিতার #পদ্য