সংসার জীৱনে অনেক ব্যথা
সইতে পারিনা আর
কুটিল সমাজে জীৱন চলা
হয়েছে যেন জেরবার ।
সংসারী হতে সইতে হয় ঝূঁকি
বাবা মা'র আবদার
ছেলে মেয়ে নাছোড়বান্দা
বাক্যবাণে জেরফার।
পাৰ্লারে যাবে মাসে পাঁচদিন
প্ৰতি দুমাসে ড্ৰেস
ছেলে বলে ঘূরিতে যাইব আমি
টাকা লাগবে বেশ।
আকাশছোয়া মূল্য বৃদ্ধি দেশে
সংসার চালানো দায়
হৃদয়ের জমা ব্যথা চাপা রেখে
সংসার দেখতে হয়।
আৰাম আয়েশ হাৰাম কৰে
হাড় ভাঙা পৰিশ্ৰম
লেখাপঢ়া কৰে মানুষ ওৰা হবে
তবেই স্বাৰ্থক জীৱন।