গভীর এ রাতে
গোটা শহর ঘুমিয়ে ।
ইচ্ছের বিরুদ্ধে জেগে রই আমি
অনুমতি ছাড়া গড়িয়ে পড়ে চোখের জল...
তুমি হবে সকাল আমার!
বাতাসে কিসের অনুভূতি
পরিচিত সে গন্ধ
হৃদয় ঠিকই বুঝতে পারে
আঁধারের দেয়ালের ওপাশে তুমি...
তাইতো শুকিয়ে যাওয়া গাছে
আজ গোলাপ হাসছে..
তাইতো খুশিতে আজ
আবার মরে যাই...