"অন্ধতার সংজ্ঞা"
-মাহাদি হাসান।
আমি তো তখনও একা ছিলাম,
নীরব নিঃশ্বাসে ডুবে থাকতাম,
প্রতিদিন সূর্য ডুবে যেতো—
আর আমি গুনতাম নিঃসঙ্গতার নাম।
তুমি এলে, হালকা আলোয় ভেসে,
ভেবেছিলাম, বুঝি শেষ হলো অন্ধকার,
তুমি হাঁটলে পাশে— কিছুদিন, কিছু মুহূর্ত,
আর আমি স্বপ্ন বুনলাম অকারণ।
তোমার হাসিতে খুঁজতাম ভোরের শান্তি,
তোমার ছোঁয়ায় জেগে উঠত হৃদয়ের সুর।
কিন্তু তুমি হঠাৎ থেমে গেলে মাঝপথে,
বললে—
"ভালোবাসা ছিল ভুল ভাবা, মিছে এক ভ্রম!"
আমি অবাক হইনি, কেবল চুপ করে থাকি,
কারণ আমি তো তখনও একা ছিলাম—
তুমি শুধু এসে জানিয়ে গেলে—
নিজ সত্তাকে ছাড়া অন্য সত্তাকে বিশ্বাস করাও একধরনের অন্ধত্ব।