মিনতি
আজিজুর রহমান

সবার দরজা ছেড়ে আমি
তোমার দরজায় এসে,
হাত পেতেছি প্রভু আমি
ভিকারিরই ভেসে।

মাফ কারে দাও সকল গুনা,
ওগো দয়াময়,
মাফ যদি না করো তুমি
কি হবে উপায়?

প্রভু তুমি একজনই,
খোদা দয়াময়,
তুমি ছাড়া নেই কেহো আর
ক্ষমা করিবার।