বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের পাসপোর্ট নেন এলিটা কিংসলে। স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলবেন। অবশ্য পূরণও হয়েছিল তাঁর সেই স্বপ্ন। সেশেলসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে অভিষেক হয়েছিল দ্বিতীয়ার্ধে বদলি নেমে। তবে জাতীয় দল অধ্যায়টা দীর্ঘায়িত হয়নি। দুটি ম্যাচ খেলার যা একটু সুযোগ হয়েছিল। কোচ হাভিয়ে কাবরেরা তাকে এরপর আর জাতীয় দলে নেননি
#eletakingsly #bdfootball #bangladeshfootballfederation
