আমার সাড়ে বারোটার স্কুল,
হাওয়ায় উড়তো তোমার চুল,
তোমার প্রেমেতে হাবুডুবু,
খাতায় শুকনো বকুল ফুল।
আমার দূরের কলেজ যাওয়া,
তোমার চোখের তারায় পাওয়া
ভালোবাসা, কতটা প্রেমময়,
ভুলেছি নাওয়া খাওয়া।
টিএসসি থেকে মলচত্বরে,
তোমার ওই দু'টি হাত ধরে,
আইসক্রিম আর শ্যাডোর চা,
আজ স্মৃতিতে রয়েছো পরে।
আমার ক্লাস পালানোর ফাইন,
আমার সাধের টুয়েন্টি নাইন,
অল্প দামে পেট পুরে খাওয়া,
ডাকসু ক্যান্টিনের লাইন।
আমার জীবন রয়নি থেমে,
কত কিছু স্মৃতির ফ্রেমে,
কত জন এসে চলেও গিয়েছে,
আমি এখনও তোমার প্রেমে।