10 که در ·ترجمه کردن

কবিতা: জীবনের হিসাব


জীবনটা নদীর মতো, কখনও শান্ত, কখনও জোয়ার,
দিনশেষে হিসাব মেলে, সুখ-দুঃখের ব্যাপার।
কখনো হাসি ফোটে মুখে, কখনো ঝরে নীরবতা,
কখনো আলো রোদ্দুর ছুঁয়ে, কখনো আঁধার চিতা।

চাওয়ার শেষ নেই কখনো, পাওয়ায় থাকে ঘাটতি,
তবুও মানুষ বাঁচে আশা নিয়ে, বুকভরা তৃপ্তি।
হারিয়ে যাওয়ার মাঝেই খোঁজে নতুন পথের রেখা,
ভাঙা স্বপ্নে গড়ে আবার স্বপ্নেরই এক প্রাণ।

চেনা মুখগুলো বদলায় ধীরে, সময় নেয় তার দান,
আত্মার গভীর কোথাও জমে অনুচ্চারিত প্রাণ।
জীবন শেখায় কষ্ট পেলে কেমন করে হাঁটা যায়,
জীবন জানে থেমে গিয়েও কেমন করে গাওয়া হয়।

তুমি আমি আমরা সবাই সেই পথিক এক বহরে,
যায় এগিয়ে অভিজ্ঞতার নিঃশব্দ এক কাহিনিতে ভরে।
নয় রঙিন গল্প সবই, নয় মধুর সব স্মৃতি,
তবুও জীবন–সেই মহাকাব্য, ভরা যুদ্ধ আর নীতি।

29 متر ·ترجمه کردن

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
30 متر ·ترجمه کردن

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
31 متر ·ترجمه کردن

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
31 متر ·ترجمه کردن

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 ساعت ·ترجمه کردن

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image