ব্যস্ত দিনের শেষে যখন রাত্রি নামে,
নিস্তব্ধ চরাচরে জোনাকির ঝিকিমিকি,
দীর্ঘশ্বাস মুড়িয়ে রাখি হাসির খামে,
আঙুলের ফাঁকে পুড়ে সিগারেট ধিকিধিকি।
যে সময় হারিয়েছে ফেলে আসা বাঁকে বাঁকে,
স্মৃতিরা আসে যায়, সময় আসেনা ফিরে,
হৃদয়ে আছে যে, সে আজ দূরে থাকে।
একাকী রাত যায়, হতাশায় থাকে ঘিরে।
কতো অভিমান ছিলো আমার নীরবতা নিয়ে,
মাতিয়ে রাখতো একা, কথা যা বলতো সেই,
চুপ করে শুনতাম কতোটা মুগ্ধ হয়ে,
আজ আমার কতো কথা, শুনবার কেউ নেই।
Md Hasibul Ialam
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?