হে অপেক্ষার অন্তহীন অলিন্দে দাঁড়িয়ে থাকা প্রাণ,
আমি এসেছি — যদিও বসন্ত কুঞ্জপথ ছেড়ে চলে গেছে,
তবুও তোমার শূন্য শাখায় একফোঁটা আলো রেখে যাব বলে।
শেষ পলাশের কম্পিত দৃষ্টিতে আমি পড়েছি তোমার বিষণ্ন প্রতীক্ষার আখর,
আর কেঁপে উঠেছি তোমার গলায় জমে থাকা শব্দহীন অভিমানে,
হ্যাঁ, আমি দেরি করেছি, কিন্তু ফুরিয়ে যাইনি।
তোমার খোঁপায় গুঁজে দিতে গেছি যে লাল গোলাপ,
তা কেবল ফুল নয়— তা আমার চিরকালীন অনুতাপ,
যা তোমার সাদা চুলের রেখায় রেখায় অমরতা চেয়েছে নিঃশব্দে।
তুমি বুকের গভীরে যেভাবে তাকে রাখো,
জানে না সে গোলাপ, তোমার অভ্যন্তরের সেই দাবানল কতখানি পবিত্র,
আর আমি— আমি সে আগুনের সামনে কেবল এক দেরিতে আসা অর্ঘ্য।
তুমি বলেছিলে লাল মেঘ ভালোবাসো,
আমি পেরেছি কি সেই মেঘে আঁকতে তোমার না বলা কথাগুলো?
তবু রাঙিয়ে দিয়েছি পশ্চিমাকাশ, তোমার চোখে পড়ে যাক বলে ভালোবাসার শেষ সূর্যরেখা।
জানি, আঁধারে ডুবে গেছে সব,
তবু আমার রঙ মিশে আছে তোমার চোখের শেষ অশ্রুবিন্দুতে।
হে আমার বিলম্বিত প্রেমিকা,
যদিও সময় আমাদের প্রতিপক্ষ,
তবু হৃদয়ের সংলগ্ন এই সন্ধ্যায় আমি এসেছি— প্রেমের সমস্ত পাপক্ষালায় নিজেকে উন্মোচন করে দিতে।
বলো, তুমি কি ক্ষমা করবে এই অতলান্ত ভালোবাসাকে,
যা বড্ড দেরি করে এলেও তোমার জন্যই ছিল নির্ভার, নিবেদিত?
Md Hasibul Ialam
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?