9 di ·Menerjemahkan

প্রথমবারের মতো আইসিসি ট্রপি উঁচিয়ে ধরতে প্রোটিয়াদের দরকার মাত্র ৬৯ রান!! হাতে ৮ টি উইকেট!!
অবিশ্বাস্য,
এইডেন মার্করাম! এটাই হয়তো তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি,যা বিশ্বের সামনে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে করে ফেললো আজ! টেস্ট চ্যাম্পিয়ানশীপের ফাইনালে প্রায় ম্যাচ উইনিং সেঞ্চুরি!!

অপরপ্রান্তে দারুণভাবে সঙ্গ দিচ্ছে অধিনায়ক টেম্বা বাভুমা, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল হয়তো দক্ষিণ আফ্রিকা আনন্দে হাঁটু ঘেড়ে কাঁদবে...

#australiacricket #southafrican #cricket
#southafricacricket #england

image
11 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

11 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

11 jam ·Menerjemahkan

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।