সাহাবিদের মাঝে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা ৫৩৭৫। ইমাম বুখারির মতে আট শতাধিক রাবি তাঁর থেকে হাদিস বর্ণনা করেন। এ কারণে তাঁকে রাবিদের নেতা বলা হয়। তিনি আসহাবে সুফ্ফার অন্তর্ভুক্ত ছিলেন। ৫৭ হিজরিতে তিনি ইন্তেকাল করেন এবং তাঁকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
হাদিসটির ব্যাখ্যা :