এই হাদিসটি বহুল প্রচলিত। কারো দু:খ-কষ্ট, বিপদ-মুসিবত দেখা দিলেই আমরা এই হাদিসটি আউড়ে তাৎক্ষণিক বলে থাকি, দুনিয়া মোমিনের জন্য নয়। এখানে রোগ-শোক, দুঃখ-কষ্ট, জ্বালা- যন্ত্রণা সব মোমিনের প্রাপ্য এবং দুনিয়া হলো কাফেরের। অথচ যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাদেরকে উত্তম রিজিক ও সুন্দর জীবন -যাপন এবং দুনিয়ায় খেলাফত দানের প্রতিশ্রুতি প্রদান করেছেন। তাঁর বাণী, ‘আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনিভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদের দান করেছিলেন’- সুরা নুর ৫৫।