হিজরতের প্রাক্কালে আল্লাহপাক তাঁর নবিকে দোয়া শিখিয়ে দেন- ‘হে আমার পরোয়ারদিগার! আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও এবং যেখান থেকেই বের করো সত্যতার সাথে বের করো এবং তোমার পক্ষ থেকে একটি সার্বভৌম শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও’- সুরা বনি ইসরাইল ৮০-৮১।