আজ থেকে প্রায় ২৫/৩০ বছর আগে আমি বাংলাদেশ মসজিদ মিশনের যুগ্ম-সম্পাদক মাওলানা মীম ফজলুর রহমান (মরহুম)-এর নিকট থেকে এই হাদিসটির দরসে ভিন্নতর ব্যাখ্যা শুনেছিলাম। আমার অন্তরে সেটা এখনও গেঁথে আছে। আমি সেটাই এখানে উল্লেখ করবো।
তিনি আলোচনায় বলেছিলেন, রসুল সা.-এর শব্দচয়নটা আমাদের বুঝতে হবে। জান্নাতের বিপরীত শব্দ হলো জাহান্নাম (যা দু:খ-কষ্ট ও শাস্তিভোগের স্থান)। রসুল সা. মোমিনের জীবনকে জাহান্নামের সাথে তুলনা করেননি, করেছেন কারাগারের সাথে। এবারে আমরা ব্যাখ্যায় আসি।
দুনিয়াটা মোমিনের জন্য কারাগার।