১. কারাগারের জীবন একটা নির্দিষ্ট নিয়ম- শৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ। কারাবিধি অনুসারে তাকে চলতে হয়। মোমিনকেও আল্লাহর দেয়া নিয়ম-কানুন অনুসারে এ দুনিয়ার জীবনটা পরিচালনা করতে হয়। সে এখানে বল্গাহীন ও একেবারে স্বাধীন নয়। হালাল-হারামের বিধি- বিধানের আওতায় তাকে জীবনযাপন করতে হয়।২. কারাগারের জীবন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। মেয়াদ পূর্তির আগে সে কারাগার থেকে বের হতে পারে না, আবার মেয়াদ পূর্তির পরে কেউ তাকে আটকিয়েও রাখতে পারে না। মোমিন বিশ্বাস করে যে, একটি নির্দিষ্ট মেয়াদে (হায়াত) সে এ দুনিয়াতে এসেছে। মেয়াদ পূর্ণ না হলে হাজারো চেষ্টা করেও কেউ থাকে এ দুনিয়া থেকে বিদায় দিতে পারে না; আবার মেয়াদ পূর্ণ হলে এ দুনিয়ায় কেউ তাকে ধরে রাখতেও পারবে না। এ বিশ্বাস পোষণের কারণে মোমিন হয় সাহসী।