কোন ব্যক্তি হাঁচি দিল অথচ তার উত্তরে اَلْـحَمْدُ للهِ (আলহামদুলিল্লাহ) বলেনি, তাহলে তার জবাব দেয়া যাবে না। রাসূল (স.) এমনটিই করেছেন। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ. فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ شَمَّتَّ هَذَا