Sir: Hridoy! তোমার homework কোথায়? কালকে তো বললাম—no excuse!
Hridoy: (গম্ভীর মুখে) স্যার, আমি আসলে homework করছিলাম, কিন্তু একটা ভয়ংকর ঘটনা হইছে।
Sir: (চোখ বড় করে) আবার কী ঘটনা? ভূত দেখছো নাকি?
Hridoy: স্যার, আমার homework কাল রাতে জানালার পাশে ছিল। হঠাৎ একটা বৃষ্টি শুরু হইল আর সেই সাথে আমার বিড়ালটা লাফ দিয়া খাতার উপর পড়ল। তারপর ভেজা খাতা চিবাইতে চিবাইতে খায়া ফেলল।
Sir: (চমকে) কী! তোমার বিড়াল খাতা খেয়ে ফেলেছে?
Hridoy: হ্যাঁ স্যার! আমি তো ভিডিও করতে পারতাম, কিন্তু মোবাইল চার্জ শেষ হইয়া গেছিলো।
Sir: (ঘামতে ঘামতে) তুমি কি আমাকেও বানাইতেছো?
Hridoy: না স্যার! এমনকি আমার ছোট ভাই বইলে—"ভাইয়া, তোমার বিড়াল তো এখন literate!"
Sir: (রেগে গিয়ে) Hridoy, তোর imagination দেখলে তো Spielberg কাঁদে! আরে homework না করছিস তো বল!
Hridoy: (শান্তভাবে) স্যার, আমি মিথ্যা বলি না। তবে সত্যি একটু নাটকীয় হইতেই পারে।
Sir: (মাথা চুলকে) ঠিক আছে, কালকে নতুন খাতা আনবি। কিন্তু এইবার বিড়ালরে আলাদা রাখিস!
Hridoy: ঠিক আছে স্যার। ওরে বইলে দিবো– “তুই শুধু fish খা, future না!”