9 i ·Översätt

Sir: Hridoy, তোকে ফলাফলটা দেখতে বললাম, কেন এতো দেরি করছিস?

Hridoy: স্যার, দেখি... দেখি... (দাড়িয়ে দাঁড়িয়ে) আমার নামটা খুঁজতেছি, কিন্তু ক্যান পায়রা রুমে না?

Sir: (হাসি ধরে) তোর নাম খুঁজছিস না, তোদের নম্বর খুঁজছিস।

Hridoy: স্যার, নম্বর তো একটা mystery… একটা puzzle! যেইটা কেউ solve করতে পারেনা।

Sir: তোর mystery solve করার সময় হইল, বল তো কত পাইলি?

Hridoy: (হাঁচি দিয়ে) স্যার, আমি পাইলাম একটা ডিজিট।

Sir: (জিজ্ঞাসা করে) কোন ডিজিট?

Hridoy: স্যার, zero!

Sir: (হেসে) Zero? তোকে zero দিব কেন?

Hridoy: কারণ আমি zero থেকে শুরু করলাম, আর শূন্যের পর যা আসে সেটা তো আবার শুরু।

Sir: (হাসতে হাসতে) শুরু তো ঠিক করেছিস, কিন্তু শেষ কোথায়?

Hridoy: শেষ তো নাই, কারণ আমি restart দিব!

Sir: তোকে restart দিয়ে কি হবে?

Hridoy: স্যার, restart দিলে আবার fresh start পাবো, fresh marks নাকি?

Sir: (চোখ কপালে) fresh marks পেতে হয় hard work দিয়ে, restart দিয়ে নয়।

Hridoy: স্যার, আমি তো restart দিয়ে প্রস্তুতি নিচ্ছি, আপনাকে একটু সময় দেন!

Sir: সময় দেবো, কিন্তু এবার পড়াশোনা করেই আসিস!

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 timmar ·Översätt

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।