Sir: Hridoy, তোকে ফলাফলটা দেখতে বললাম, কেন এতো দেরি করছিস?
Hridoy: স্যার, দেখি... দেখি... (দাড়িয়ে দাঁড়িয়ে) আমার নামটা খুঁজতেছি, কিন্তু ক্যান পায়রা রুমে না?
Sir: (হাসি ধরে) তোর নাম খুঁজছিস না, তোদের নম্বর খুঁজছিস।
Hridoy: স্যার, নম্বর তো একটা mystery… একটা puzzle! যেইটা কেউ solve করতে পারেনা।
Sir: তোর mystery solve করার সময় হইল, বল তো কত পাইলি?
Hridoy: (হাঁচি দিয়ে) স্যার, আমি পাইলাম একটা ডিজিট।
Sir: (জিজ্ঞাসা করে) কোন ডিজিট?
Hridoy: স্যার, zero!
Sir: (হেসে) Zero? তোকে zero দিব কেন?
Hridoy: কারণ আমি zero থেকে শুরু করলাম, আর শূন্যের পর যা আসে সেটা তো আবার শুরু।
Sir: (হাসতে হাসতে) শুরু তো ঠিক করেছিস, কিন্তু শেষ কোথায়?
Hridoy: শেষ তো নাই, কারণ আমি restart দিব!
Sir: তোকে restart দিয়ে কি হবে?
Hridoy: স্যার, restart দিলে আবার fresh start পাবো, fresh marks নাকি?
Sir: (চোখ কপালে) fresh marks পেতে হয় hard work দিয়ে, restart দিয়ে নয়।
Hridoy: স্যার, আমি তো restart দিয়ে প্রস্তুতি নিচ্ছি, আপনাকে একটু সময় দেন!
Sir: সময় দেবো, কিন্তু এবার পড়াশোনা করেই আসিস!